হ আছি ভালোই,
ক্যাবল স্যাটা ভইরে ভাত খালাম,
এহন বিড়ি ফুঁকি।
চুতিয়ার দেশে আবার দুক্ষু কিসির
চোদবো, মিথ্যে কথা কবো আর পায়েশ খাবো।
একমন ধান বেইচে এককেজি গরুর গোস্ত কিনছি,
খতিরনের মা আটমাসের পুয়াতি,
এট্টু ভালো মন্দ খাওয়াতি অয়,
ধোনের জোর এত বেশি যে পাশ ফিরলিউ বাচ্চা অয়।
কুহুরির মত পয়দা হরি,
দুইডে সংখ্যা বাড়ে, লাঠি বাড়ে, শান্তি আসে।
উর্বর আলো বাতাসে কলাগাছের লাহান বাইড়ে ওঠে,
টাহা তো লাগে না।
হ ছার, ভালোই আছি, ভালো থাহার লিজ নিছি,
মাটির উপরে বা নিচে, ভালো থাহা আমাগের নিয়তি।
যে শালারা না খাইয়ে মইরে যায়, ইরা গরুর গোস্ত দিয়ে পুলাউ খায় না ক্যা?
যত্তসব হাভাইতেরা খায় আর জিডিপিতে ঘাটতি ঘটায়।
পয়সা কি নাঙের ভরা গাঙ দিয়ে আসে?