ঈশ্বরের অন্ত্যেষ্টিক্রিয়া

0
62
আজ ঈশ্বর মারা গেছেন,
মৃত্যুকালে রেখে গেছেন অসংখ্য গুণমুগ্ধ আবর্জনা।
অন্ত্যেষ্টিক্রিয়ায় দেহ ভস্ম, ধুলোয় পরিণত হয়ে গেছে,
সেই উর্বর মাটিতে রোপিত হয়েছে একটা বীজ,
আর্দ্র মাটিতে গড়ে উঠেছে একটা বাগান,
সেখানে বুদ্ধির চাষাবাদ হয়।
ঈশ্বরের মৃত্যু সহসা আমার প্রজ্ঞা, সুখ আর মুক্তিকে মুক্তি দিল।
আজ শোক উৎসব করব, তাই বাঁধ ভাঙার আওয়াজ শুনি,
এখন ঈশ্বর বিহীন, সিদ্ধান্ত গ্রহণের দিন আমার সামনে,
লোভ আর ভয়ের মিশেলে অবাস্তব সম্পর্ক হয়েছিল আমার,
অদৃশ্য ত্রাতাকে ভালবেসে আপন স্বজাতিকে ঘৃণা করতে শিখেছিলাম।
আজ আমি মোহ শূন্য, তোমার গমন পথ আনন্দময় হোক।
তবুও তুমি থাকবে কবিতায়, গানে আর ধর্মপ্রতিবন্ধীদের স্তবে।
আমার নতুন বাগানে মুক্তচিন্তা বহু শাখা প্রশাখায় পল্লবিত হবে,
এখন আমার দায়িত্ব মানসিক আগাছা নির্মূল করা।
ঈশ্বর, তোমার দেহাবশেষ ভাসিয়ে দিলাম,
নিশ্চয় পৌঁছে যাবে বৈকুণ্ঠ ধামে,
যেখানে থাকবে তুমি অনন্তকাল সুখের কয়েদে।