ও কিছু না-২

0
56

একলারও একটা ‘এক’ থাকে
নিখোঁজেরও থাকে ‘খোঁজ’,
নিরুদ্দেশ এর ‘উদ্দেশ্য’’ থাকে
সুবোধ হারায় ‘রোজ’ ।
শূন্যের মাঝে ‘অসীম’ থাকে
স্মৃতিরও থাকে ‘ফ্রেম’
তুমিহীন মানে, তুমি আছ
অপ্রেমেও থাকে ‘প্রেম’।