হে শুভ, হে শুভব্রত,
আমার মত পথ ভ্রষ্টদের জন্য যে নির্দেশিকা আপনি রেখেছেন,
স্বল্প জ্ঞানে পুরোটা বোঝার ক্ষমতা তুচ্ছ মনুষ্যের নেই ।
তবুও আপনার জীবন বিধান, আপনার নির্দেশিকা, রোজ তিলাওয়াত করি,
তাফসিরে ভারাক্রান্ত হয় হৃদয়, আপনি প্রেমশীল, পরম প্রেমালু।
হে শুভ,
আপনি দিয়েছেন প্রেমরস, প্রণয়ের সুবাস,
আপনি পাপীদের জন্য রেখেছেন প্রেমহীন কাম এর কঠিন শাস্তি,
আর পুণ্যবানদের জন্য বরাদ্দ, প্রেহেস্ত ।
সে প্রেহেস্ত এ আছে, প্রেম এর নহর, আর অনন্ত কাম।
সবই আপনার, শুধু আপনার দয়া ।
আমিন!