হে নাস্তিক, তোমাকে ভালবেসে
হে নাস্তিক, তোমাকে ভালবেসে হেমলকের পেয়ালা শুষেছি,
সমাজের মুখে চুনকালি মেখে, ট্রয় ছেড়ে হিপ্পি হয়েছি,
গীটার ভর্তি নেশা নিয়ে হেঁটেছি সান ফ্রান্সিস্কোর পথে পথে… ।
হে নাস্তিক, তোমাকে ভালবেসে বাকেট লিস্ট করেছি,
রেড লাইট স্ট্রিট, সি গ্রেড সিনেমা, কেরু, গাঁজা, ন্যুডিজম,
ইরোটিক, ঠিক-বেঠিক, আব-জাব … সব রেখেছি।
হে নাস্তিক, তোমাকে ভালবেসে উচ্ছন্নে গেছি ,
অগ্নি সাক্ষী রেখে লিভ টুগেদারের প্রতিজ্ঞা করেছি,
পরকাল ছেড়ে ইহকালীন হয়েছি, ছেড়েছি শান্তির ছায়াতল ।
হে নাস্তিক, শুধু তোমাকে ভালবেসে নিজেকে শস্যক্ষেত্র বানাইনি,
শরীর বাদে মনের পর্দা করেছি, তেঁতুলের ফতোয়া অস্বীকার করেছি,
নিজেকে দিয়েছি সর্বোচ্চ সম্মান।
হে নাস্তিক তোমাকে ভালবেসে,
ফেরদৌস এর প্লট বেচে হাবিয়ায় বুকিং দিয়েছি,
স্ব-সম্মানে অস্বীকার করেছি,তোমার হুরেদের সর্দারনী হতে।
শুধু তোমাকে ভালবেসে , শুধু তোমাকেই ভালবেসে।