ওভাবে দূর থেকে কিছুই হয় না।
ফোন, ফেসবুক, কালো কালো অক্ষর শুধু প্রেমের প্রতিশ্রুতি।
বাছুরে আবেগে হয়ত জোয়ার আসে,
গোফ, দাড়ি গজানো সন্ধিক্ষণে লিখিত ভালবাসার প্রয়োজন আছে,
নতুন নতুন সবকিছু খেয়ে দেখার মত
সেই সময়টা আবিষ্কার মৌসুম,
ভূগোল জানতে প্রাথমিক জ্যামিতি, গণিত জ্ঞান খুব প্রয়োজন।
হয়ত স্বরভঙ্গের দিনে ছবি, গল্প তাবু টাঙানোর জন্য যথেষ্ট ছিল।
ওভাবে দূর থেকে কিছুই হয় না,
শুধু মিষ্টি কথায় চিড়ে ভেজে না,
চোখে চোখ রেখে সুরা পান করতে হয়, যাতে তৃষ্ণা বাড়ে।
ত্বকের স্পর্শ লাগে, লাগে সর্বাঙ্গানুভূতি।
নাক দিয়ে গভীরভাবে টেনে নিতে হয় নিষিদ্ধ গন্ধ,
যাতে অলক্ষ্যে উড়ে যায় উত্তরী।
না, এখন আর নয় ঠোঁট জিহ্বায় জাগতিক শব্দের অপচয়,
বরং শুরু হোক বাক্যহীন কথোপকথন দীর্ঘক্ষণ।
ওভাবে দূর থেকে কিছুই হয় না,
তিলতত্ত্ব নিয়ে গবেষণা করতে হয়।
তিলের অবস্থান বলে দেবে স্বেচ্ছাচারী হওয়া কখন জরুরি।
চাকভাঙা মধুর সময়ে শেখা জ্যামিতি আর তিল
পৌঁছে দেবে অভিষ্টে।
যেখানে দুই ইঞ্চি জমিতে ভালবাসার চাষাবাদ করতে হয় সুখের।