মেয়েটি অহংকার ভালবেসেছিল

0
85

বহুকাল আগে, রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছি,
বড় বড় করে লিখে দিয়েছি , রিলেশনশিপ উইথ “অহংকার” !
ও আমার ফুয়েল, ও আমার একমাত্র প্রেম।
যেদিন অহংকারে সাথে আমার উপাধি জুড়েছি ,
সেদিন লোকে বলেছে , তোমার ধ্বংস নিশ্চিত।
তুমি পতনের মূলে যাবে । তুমি ভস্ম হবে ।
ওরা কি জানে ?
আমি সেই মূলে-ই যেতে চাই, ধ্বংসের আগুনে পুড়ে ভস্ম হতে চাই ,
পতনের সীমান্তটা অতিক্রম করতে চাই ।
সবাই ঊর্ধ্বগামী, আমি না হয় পতনাসক্ত, ‘’উল্টো’’ পথিক ।
অহংকার যতদিন আমার পায়ে চুমু দেবে, ততদিন আমি মানুষ থাকব ।
তারপর আমার মৃত্যু হবে, অহংকারের বুকেই সমাধি হবে ।
সমাধি ফলকে লেখা থাকবে “ মেয়েটি অহংকার ভালবেসেছিল”