লেখালিখিকবিতা ও কিছুই না-১ লিখেছেন ফড়িং ক্যামেলিয়া - October 19, 2020 0 46 Facebook Twitter Pinterest WhatsApp একটা প্রাপ্তি পথ হারিয়ে, অপ্রাপ্তি-ই থাকুক মাঝ দুপুরে একটা কাক, একলা না হয় ডাকুক একটা ছেলে না-ই বা হল, একটু এলোমেলো একটা মেয়ের এ সব ভেবে, কি-ই বা এসে গেলো ! একটা বই এর মলাট ছেঁড়া, তাতেই বা কি? এক আনার গল্প হল, ষোল আনাই বাকি ।