এই আমি

0
57

ওয়ালেটে থাকে খুচরো জোনাক ,
রোদ্দুর ভরা বুক
স্বপ্ন সেখানে চুমু দেয় রোজ
লুটোপুটি খায় সুখ।
টাকাকড়ি নেই তবুও ধনী
বন্ধু শত শত,
জীবন যাচ্ছে বেহিসাবে
যেন,পাতা ওড়াবার মত।
স্বপ্ন তোমাদের স্কাই হাই
আমি খুঁজি মেঘ,
হয়ত আমি মানুষ-ই নই
পুরোটাই আবেগ ।