হে কাফেরগণ, তোমরা ঘটনা প্রকাশে ভয় পেয়ো না,
কেননা সেটা ইতিহাস এবং সবাই জানে,
তারা শুধু তোমাদের মুখ থেকে শুনতে চায়,
এবং সত্য জেনেও ষড়যন্ত্রতত্ব খুঁজে বেড়াবে,
আর বালিতে মুখ গুঁজে ঠেকিয়ে দেবে সাইমুম ঝড়।
কোদালকে কোনদিন নিড়ানি বলো না, বা বলো না তুমি দেখেছো বদনা,
তাহলে মানুষ জানবে তুমি কোদাল তো দূরের কথা নিড়ানি বা বদনা কোনটাই চেনো না।
গ্রন্থসমুহ পড়বে, দেখবে কোথায় কি লেখা আছে।
কখনো শব্দের গায়ে কনডম পরিয়ে মিছরির ছুরি ব্যবসা করো না।
খুঁজে দেখো কেন অনন্ত সুখের মোড়কে কে করে গেছে লোভের মার্কেটিং,
রক্তের উর্বরতায় জন্ম নেয়া দূর্বা ঘাসের উপর দাঁড়িয়ে বলে যাও কে ক্ষতবিদ্যার জনক।
লিখে দাও ওঁত পেতে লুকিয়ে অপেক্ষা করার কাহিনি,
সেকেন্ডে কতবার করতে হবে ধাতব আঘাত গর্দানের উপর,
অবলীলায় ঘৃণা ও হিংস্র মহাকাব্যে যেমন লেখা আছে,
তেমনি যদি কেটে ফেলে জোড়ায় জোড়ায় হাত,
তবুও নিজের মাথা অন্যের কাছে ভাড়া দিয়ো না।
হিংসা দিয়ে বানানো পাশার গুটি খেলছে সেই পুরনো শকুনি,
তোমাদের পূর্বশুরী কাফেরদের মজ্জা ঘিলুতে আঁকা হয়েছে ছক,
হে কাফেরগণ তোমরা রক্তাক্ষরে লিখে যাও,
কারা প্রচার করছে দাসত্বের শৃঙ্খল ও সাম্রাজ্যবাদের লিগাসি,
যেখানে নি:শর্ত আত্মসমর্পনই একমাত্র শর্ত।